
মিরর বিনোদন : ঈদুল আজহা উপলক্ষে শিহাব শাহীন নির্মাণ করেন ‘রঙিলা ফানুস’। গত ১০ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর নাটকটি দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। জিয়াউল ফারুক অপূর্ব-সাবিলা নূর অভিনীত নাটকটি মুক্তির ৮ দিনের মাথায় ৫০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকটি প্রথমে নির্মাণ করতে চাইনি। কারণ, গল্প পড়ে মনে হলো এটা পিওর কমেডি। এই ঘরানার কাজ আমি আগে করিনি। এরপর গল্পটা শেয়ার করলাম অপূর্বর সঙ্গে। ও খুবই আগ্রহ দেখালো। মূলত ওর আগ্রহ দেখেই কাজটি করা। নাটকটি প্রকাশের ৯ দিনের মাথায় দর্শকরা যে পুরস্কার দিয়েছেন তাতে আমি মুগ্ধ। থ্যাংকস, অপূর্ব; তোমার কথাই সত্যি হলো। সাবিলা তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। নাটকটি কমেডি ঘরানার হলেও এর মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো—গরীব মানুষেরও মন বলে কিছু আছে। তারাও ঝকঝকে স্বচ্ছল একটা জীবনের স্বপ্ন দেখে।’