
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনা সংক্রমণ রোধে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। তবে ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে স্বাস্থ্যবিধি মানার শর্তে সবকিছু খুলে দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে দেশব্যাপী দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল শুরু হয়। এছাড়া ভোর থেকে দেশের বিভিন্ন রুটে শুরু হয় ট্রেন চলাচল।
বাস, ট্রেন ও লঞ্চ চলাচল উপলক্ষে বুধবার (১৪ জুলাই) দিনভর দেশের বিভিন্ন বাস টার্মিনাল, ট্রেন স্টেশন ও লঞ্চ ঘাটে সংশ্লিষ্ট শ্রমিকদের নানা তৎপরতা দেখা গেছে। অল্প দিনের জন্য হলেও বিধিনিষেধ শিথিল হওয়ায় খুশি পরিবহন খাত সংশ্লিষ্টরা। সেই সঙ্গে খুশি বাড়ি ফেরা সাধারণ মানুষও। বুধবার সকাল থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এদিন সকাল থেকে সারাদেশে বাস টার্মিনাল ও লঞ্চের টিকিট বিক্রিও শুরু হয়।
এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে গণপরিবহন চলতে পারবে। এজন্য বাস ও লঞ্চ বুধবার মধ্যরাত থেকেই চলাচল শুরুর প্রস্তুতি নিচ্ছে। আর ট্রেন চলাচল শুরু হবে বৃহস্পতিবার ভোর থেকে। এ খবরে গত দুই দিন ধরে টার্মিনালগুলোয় ব্যাপক কর্মব্যস্ততা দেখা গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে, ৬০ শতাংশ বেশি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে। ঈদ উপলক্ষে বুধবার সরাসরি ও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। এক কথায় আমরা সরকারি নির্দেশনা মেনেই পরিবহন চালু করার নির্দেশনা দিয়েছি।
গত মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান পুনরায় চলাচল বন্ধ থাকবে।
বিধিনিষেধ শিথিল হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দূরপাল্লার বাস ফের চালু হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকেই দিনাজপুর থেকে ছেড়েছে বেশ কিছু দূরপাল্লার বাস।
দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, বিধিনিষেধ শিথিল হওয়ায় দিনাজপুর থেকে বাস চলাচলের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে দিনাজপুর থেকে তৃষ্ণা, সোহাগসহ কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে চলাচল করছে।
তিনি বলেন, দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। ঈদের আগে বাস চলাচল শুরু হলে অন্তত সেই দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ জুন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউনে’র সুপারিশ করা হয়। কমিটির সুপারিশের আলোকে ২৮ জুন থেকে ৩০ জুন তিন দিন সীমিত পরিসরে বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ। এর আওতায় বন্ধ থাকে সব ধরনের গণপরিবহন চলাচল।