হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন। তবে ঈদে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অফিস কার্যক্রম চলবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ভারতের এক্সপোটার্স অ্যান্ড কাস্টম কিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিষয়টি জানায় হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।
মোস্তাফিজুর রহমান জানান, আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। তাই যথাযথভাবে দিনটি উদযাপনের লক্ষ্যে ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে বিষয়টি ভারতের এক্সপোটার্স অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। ২৫ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের আগামী কয়েক দিন যে পণ্যগুলো দ্রুত বাংলাদেশে খালাস হবে সেসব পণ্যের গাড়ি এক্সপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের সব কার্যক্রম চালু থাকবে। এই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।