
মিরর স্পোর্টস : একজন স্ট্রাইকারের ৫৭৮ দিন পর গোল! শুনতে বেশ অবাক লাগলেও রিয়াল মাদ্রিদের হয়ে এতটা সময় পরই গোলের দেখা পেলেন গ্যারেথ বেল। যদিও হিসেবটা একটু ভিন্ন।
রিয়ালের হয়ে বেল সর্বশেষ গোল করেছিলেন সেই গত বছরের ২২ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে। প্রতিপক্ষ ছিল ইউনিয়নিস্ট্যাস। তারপর কেটে গেছে ৫৭৮ দিন। অবশেষে রোববার লেভান্তের বিপক্ষে গোলের দেখা পেলেন ওয়েলস ফরোয়ার্ড।
হ্যাঁ, কাগজে-কলমে এটাই সত্য। তবে বাস্তবতা একটু ভিন্ন। ইউনিয়নিস্টাসের বিপক্ষে গোলের পর রিয়ালের হয়ে মাত্র ছয়টি ম্যাচই খেলেছিলেন বেল। ২০২০-২১ মৌসুমে তিনি ধারে খেলতে গিয়েছিলেন টটেনহ্যাম হটস্পারে।
সেখানে গত মৌসুমে ১৪ গোল করে ফের রিয়ালে ফিরেছেন বেল। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে দলকে ভালো কিছুই উপহার দেবেন আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘বেল কিন্তু খুব কম খেলেছে (গত মৌসুমে)। কিন্তু সে অনেক গোল করেছে।’
রবিবার রাতে লেভান্তের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়ে রাখলেন বেলও। ম্যাচের পঞ্চম মিনিটেই তার বাঁ পায়ের শটে এগিয়ে গিয়েছিল রিয়াল। যদিও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লস ব্লাঙ্কোসদের।