
মিরর স্পোর্টস : ইউরোয় সেদিন স্কটল্যান্ড খেলতে নেমেছিল চলতি শতাব্দিতে নিজেদের প্রথম মেজর টুর্নামেন্ট ম্যাচ। তাতেই এক রেকর্ডগড়া গোলের কবলে পড়ে দলটি। চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাট্রিক শিকের সেই বিখ্যাত গোলটাই এবার জিতে নিয়েছে ইউরো-সেরার খেতাব।
নিজেদের মাঠ হ্যাম্পডেন পার্কে নিজেদের ৯০০০ সমর্থকের সামনে বিরতির আগেই গোল হজম করে বসেছিল স্কটল্যান্ড। ‘ডি’ গ্রুপের খেলায় সে গোলটা এসেছিল সেই শিকের পা থেকেই, তবে বিরতির পর যা করলেন তাতে চক্ষু চড়কগাছই হওয়ার কথা। ৫২ মিনিটে স্কটিশদের আক্রমণ আটকে দেন চেক মিডফিল্ডার থমাস সুচেক, বল বাড়ান শিককে। সে বলটাই মধ্যরেখা থেকে একটু সামনে পেয়ে প্রথম ছোঁয়াতেই করে বসেন আচমকা এক শট। আর তাতেই গোল।
এই গোলে গড়া হয়ে যায় রেকর্ডও। ১৯৮০ সাল থেকে হিসেব রাখা হচ্ছে এসব তথ্যের। সেই থেকে এখন পর্যন্ত এত দূর থেকে গোল আর দেখেনি ইউরো। শিকের এমন রেকর্ডগড়া পারফর্ম্যান্সের পর চেকরা জেতে ২-০ গোলে।
শিকের সেই গোলটাই এবার হয়েছে ইউরোর সেরা। উয়েফার ওয়েবসাইটে প্রায় আট লাখ ফুটবলপ্রেমীর ভোটে নির্বাচিত হয়েছে গোলটি। তবে স্কটল্যান্ডের নাম জড়িয়ে আছে আরেকটি গোলেও। সেরা গোলের তালিকায় তৃতীয় হওয়া লুকা মড্রিচের গোলটিও এসেছিল তাদেরই বিপক্ষে।
দ্বিতীয় সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে পল পগবার করা গোলটি। বিপদসীমার বাইরে থেকে আচমকা শটে দলের তৃতীয় গোলটি করেছিলেন ফরাসি মিডফিল্ডার। যদিও তার দল পরে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে বিদায় নিয়েছে সেদিনই।