
মিরর স্পোর্টস : বাংলাদেশ প্রিমিয়ার লিগে সময়টা ভাল যাচ্ছিল না শেখ রাসেল ক্রীড়া চক্রের। সাবেক চ্যাম্পিয়নরা যেন জিততেই ভুলে গিয়েছিল। হয় ড্র, নয় হার- এভাবে পরপর চার ম্যাচ পাড় করে অবশেষে স্বস্তির এক জয় পেলো ব্লুজরা।
বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়ে চলমান প্রিমিয়ার লিগে নবম জয় নিয়ে ফিরেছে সাইফুল বারী টিটুর দল।
সাবেক চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানের জয়ে সব গোলই করেছেন তাদের বিদেশিরা। ৩৪ মিনিটে নাইজেরিয়ান অবি মনেকে গোলের সূচনা করেন। তবে দ্বিতীয় গোলের জন্য ৮০ মিনিট অপেক্ষা করতে হয় রাসেলকে। তাজিকিস্তানের আসররভ ব্যবধান দ্বিগুণ করেন।
ইনজুরির সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান ৩-০ করে রাসেল। শেষ গোলটি করেন কিরগিজস্তানের বখতিয়ার। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে সাবেক চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে আরামবাগ ক্রীড়া সংঘ।