
মিরর ডেস্ক : ইন্দোনেশিয়ায় এক কোভিড আক্রান্ত ব্যাক্তির অভিনব উপায়ে বিমানে উঠে পরার ঘটনা ঘটেছে। এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রাজধানী জাকার্তা থেকে টার্নেটে যাওয়ার বিমানে এ ঘটনা ঘটে। সিএনএনের খবরে জানানো হয়, ওই বিমানে ওঠার পূর্বেই কোভিড শনাক্ত হয়েছিলেন তিনি। কিন্তু কোয়ারেন্টিনে যাওয়ার পরিবর্তে তিনি তার স্ত্রীর পোশাক পরে নারী বেশ ধারণ করে বিমান উঠে যান। স্ত্রীর পোশাক ও নিকাব পরার কারণে তাকে কেউ চিনতে পারেনি। স্ত্রীর কোভিড নেগেটিভ সার্টিফিকেটও সঙ্গে নিয়ে নেন তিনি। তিনি প্রায়ই পার পেয়ে গিয়েছিলেন এভাবে।
কিন্তু বিমান অবতরণের আগে তিনি বাথরুমে গিয়ে পোশাক পরিবর্তনের চেষ্টা করেন। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।