
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্দ্যোগে দিনাজপুরের পার্বতীপুর, বিরল ও সদর উপজেলার সহস্রাধিক অসহায় কর্মহীন গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনার কারনে এসব মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর স্কুল মাঠ প্রাঙ্গনে ইউনিয়নের দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি।
তিনি বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সেনাবাহিনী জেলার প্রতিটি উপজেলায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব উদ্দ্যোগে মানবিক সহায়তা হিসেবে বিনামুল্যে চিকিৎসা সেবা, ওষুধ সামগ্রী বিতরন এবং খাদ্য সামগ্রী দিয়ে আসছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। লকডাউন কার্যকরের মাধ্যমে সংক্রমন কমিয়ে আনতে, তিনি জনগনের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়কারী ৩৬ বীর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান, ক্যাপ্টেন নির্ঝর, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
মেজর আব্দুল্লাহ আল ইমরান জানান, শনিবার সকালে ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পাবতীপুর ষ্টেডিয়ামে ৮ শতাধিক রোগীকে বিনামুল্য চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী দেয়া হয়েছে। একই দিন বিরল উপজেলা সরকারী কলেজ মাঠে দেড় শতাধিক অসহায় মানুষদের মানবিক খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে।