
মিরর বিনোদন : নতুন গান নিয়ে হাজির গীতিকার ও সুরকার শেখ সাইফুল্লাহ রুমী। তার কথা ও সুরে ‘বৃন্দাবন’ ও ‘যাইমু মরিয়া’ শিরোনামে দুটি ফোক গান আসতে চলেছে। গান দুটির মিউজিক করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক তাপস দত্ত মার্কো ও শমিক গুহ রায়।
গান দুটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় ফোক শিল্পী ‘সারেগামাপা’খ্যাত সম্পা বিশ্বাস।
এগুলো ভিডিও আকারে প্রকাশ পাবে কলকাতার জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান শ্রীনিবাস মিউজিক থেকে।
গান প্রসঙ্গে সম্পা বিশ্বাস বলেন, ‘সাইফুল্লাহ রুমীর সাথে এটাই আমার প্রথম কাজ। গান দুটি বেশ ভালো লেগেছে গাইতে গিয়ে। আশা করি সবার ভালো লাগবে।’
সাইফুল্লাহ রুমী বলেন, ‘শ্রীনিবাস মিউজিকের কর্ণধার শ্রীনিবাস দাদা হঠাৎ ফোন করে সম্পা দিদির জন্য ফোক ধাঁচের গান চাইলেন। আমিও আলোচনা সাপেক্ষে রাজি হয়ে গেলাম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’