
কুড়িগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাসের এ দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ দখলে নিয়ে সেগুলো অনেকটা গুদাম হিসেবে ব্যবহার করছেন এক ধান ব্যবসায়ী। এমনকি শ্রেণিকক্ষের ভেতর চলছে ধান বেচা-বিক্রিও। এতে রীতিমতো বিদ্যালয়টি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
জানা গেছে, তিনটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার বেঞ্চ গুটিয়ে রেখে সেখানে ধান রাখা হয়েছে। করোনাকালে এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলামের ভাগ্নে কামরুজ্জামান নিজের ব্যবসার ধান সংরক্ষণের জন্য বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘প্রথমে বিষয়টি আমার জানা ছিল না। শারীরিক অসুস্থতার জন্য আমি কিছু দিন বিদ্যালয়ে যেতে পারিনি। পরে জানতে পেরে আমি নিজে উপস্থিত থেকে বুধবার রাতেই ধান সরানোর ব্যবস্থা নিয়েছি।’
তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষকের এমন দাবির সত্যতা মেলেনি। তারা বলছেন, বেশ কয়েক সপ্তাহ ধরে ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধান মজুত করে তা বিক্রি করে আসছেন ব্যবসায়ী কামরুজ্জামান। এমনকি শ্রেণিকক্ষের ভেতর তিনি ধান মাপার পাল্লাও স্থাপন করেছেন।
স্থানীয় এক সংবাদকর্মী জানান, বুধবার (৪ আগস্ট) তিনি নিজে ওই বিদ্যালয়ে গিয়ে তিনটি শ্রেণিকক্ষে ধান দেখেছেন। কক্ষের ভেতর ধান মাপার পাল্লাও দেখেছেন তিনি। পরে এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইলে কথা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি দ্রুত ধান সরানোর জন্য ওই ব্যবসায়ীকে বলেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকলেও সরকারি নির্দেশ মতে খোলার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে বলা হয়েছে। এরপরও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধান মজুত রাখতে দেওয়া ওই প্রধান শিক্ষকের সম্পূর্ণ দায়িত্ব অবহেলার শামিল। তিনি আরও বলেন, আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। এ নিয়ে প্রধান শিক্ষককে তলব করা হয়েছে।’