
মিরর স্পোর্টস : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কেবল একজনই। তিনি হলেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ রয়েছেন সাকিবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আর মাত্র দুটি উইকেট নিতে পারলে দেশের হয়ে টি-টোয়েন্টিতে শততম উইকেট পূর্ণ করবেন তিনি।টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত মোট ৮৩টি ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন ৯৮টি উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। স্বভাবতই দেশের জার্সিগায়ে নামবেন সাকিবও। তাতে দুই উইকেট নিলে লাসিথ মালিঙ্গার পর শততম উইকেট নেয়ার কীর্তি গড়বেন তিনি।
দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় টাইগার অলরাউন্ডার রয়েছেন তিন নম্বরে। সাকিবের উপরে রয়েছেন লাসিথ এবং টিম সাউদি। ৮৪ ম্যাচে মোট ১০৭টি উইকেট মালিঙ্গার। আর দ্বিতীয় অবস্থানে থাকা কিউই পেসারের সংগ্রহ ৯৯টি উইকেট। এদিকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি উইকেটের মালিক মোস্তাফিজুর রহমান।উল্লেখ্য, চলমান সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না সফররত অস্ট্রেলিয়া। প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। অবশ্য চতুর্থ ম্যাচে জয় পেয়েছে অজিরা। সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচ আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।