
অর্থনীতি রিপোর্ট : সোমবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ১৯ পয়েন্ট বেড়েছে।
শুরুতে মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টাতেই ডিএসইতে সাড়ে চারশ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে এই বাজারটিতেও লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
প্রি ওপেনিং সিস্টেম চালু থাকায় এদিন ডিএসইতে লেনদেন শুরু হওয়ার আগেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়িয়ে কেনার প্রস্তাব আসে বিনিয়োগকারীদের পক্ষ থেকে।
ফলে শেয়ারবাজার খুলতেই মূল্যসূচকের বড় উত্থান হয়। প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। এতে প্রথমবারের মতো ডিএসইর প্রধান সূচক ৬ হাজার ৭শ’ পয়েন্টের মাইলফলকে পৌঁছেছে রায়।
শুরুতে বড় উত্থান হলেও পরের ২০ মিনিটে বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক এক পর্যায়ে ১ পয়েন্ট কমে যায়। অবশ্য সূচকের ঋণাত্মক অবস্থা বেশি সময় স্থায়ী হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৩৮ মিনিটের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২৬ পয়েন্টে বেড়েছে। এর মাধ্যমে ডিএসর প্রধান মূল্যসূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৭শ, ২৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২শ’ ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১শ’৩টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৫শ’ ৬৬ কোটি ৭৮ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১শ’৮৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১শ’৬টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।