মিরর স্পোর্টস : ৭৮ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিলেন লিটন দাস। ওয়ানডেতে এটি তার মন্থরতম ফিফটি। শুরু থেকেই লিটন ছিলেন ধীরস্থির। রান পেতে তাড়া দেখাননি। তাতে উপকারই হয়েছে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়েছিলেন তিনি। হাফ সেঞ্চুরির ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিয়েছে তিনি।
ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূরণ করতে বল খেলেছিলো ৭৪টি। মারকুটে এই ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নিয়েছে খুব দ্রুত। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি লিটন দাস। ১১৪ বলে ১০২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
এরা আগে লিটনের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জুটিতে তার অবদান ৩৩ রান। চাইলে ইনিংসটি বড় করতে পারতেন। কিন্ত ভুল শটে শেষ তার ইনিংস। লুক জংওয়ীর স্লোয়ার বাউন্সার পুল করতে গিয়ে উইকেটের পেছনে সহজ ক্যাচ দেন বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২.১ ওভারে ৬ উইকেটে ২০৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০৯ /৬ (৪২.১ ওভার)
ব্যাটিং: আফিফ ১৮*, মিরাজ ১*
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, টিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।