
মিরর ডেস্ক : ইরানিরা এখন তার ভালোবাসার সন্ধান করছেন হামদাম নামের রাষ্ট্র অনুমোদিত একটি ডেটিং অ্যাপে। এটিতে একাউন্ট খুলতে হলে সবাইকে একটি মানসিক পরীক্ষা দিতে হয়। এই অ্যাপ তৈরি করেছে তেবিয়ান কালচারাল ইনস্টিটিউট নামের ইরানের সরকার নিয়ন্ত্রিত একটি সাংস্কৃতিক কেন্দ্র। গত সোমবার এই অ্যাপ চালু করা হয়। এ নিয়ে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই অ্যাপ নিজে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীদের জন্য মানানসই ছেলে বা মেয়ে সাজেস্ট করবে।
এই অ্যাপে যারাই থাকছেন তাদের সবাইকেই নিজের পরিচয় উন্মুক্ত রাখতে হয়। এখানে একাউন্ট খুলতে লাগে সরকারের দেয়া পরিচয়পত্র। এরপর তাদেরকে একটি মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
এই অ্যাপের আসল উদ্দেশ্য হচ্ছে, যারা এখনো বিয়ে করেননি তাদের জন্য সেরা স্বামী বা স্ত্রী খুঁজে বের করা। ইরানের সাইবার নিরাপত্তা পুলিশের প্রধান আলি মোহাম্মদ রাজাবি জানিয়েছেন, হামদাম ছাড়া সকল ডেটিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ইরানে। তেবিয়ান কালচারাল ইনস্টিটিউটের প্রধান কোমেইল খোজাসতে বলেন, এই অ্যাপ তৈরি করা হয়েছে যাতে করে ইরানের পারিবারিক মূল্যবোধ অক্ষুণ্ন থাকে। ইরানের শত্রুরা বরাবরই তাদের ধ্যান ধারণা চাপিয়ে দেয়ার চেষ্টা করে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এই অ্যাপ হচ্ছে মূলত ইরানের সরকারেরই একটি নিজস্ব পরিকল্পনা। এর উদ্দেশ্য দেশটিতে বিয়ে বাড়ানো এবং জনসংখ্যা বৃদ্ধি করা। দেশটিতে এখনো ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে ১ কোটি ৩০ লাখ অবিবাহিত রয়েছেন।