
ঢাকা : রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৩ জুলাই) তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তাকে বিমানবন্দরের সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।