
মিরর ডেস্ক : নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কৌম-এর এক জ্যেষ্ঠ সহযোগী পদত্যাগ করেছেন। ১১ নারীকে যৌন হেনস্থা করেছেন – এমন অভিযোগে যখন গভর্নর কৌম-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে, ঠিক সে পরিস্থিতিতে রবিবার তিনি পদত্যাগ করেন।
পদত্যাগ করা গভর্নর কৌম-এর ওই সেক্রেটারির নাম মেলিসা ডিরোসা। গত মঙ্গলবার কৌম-এর বিরুদ্ধে যে ১৬৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, তাতে ১৮৭ বার তার নাম উল্লেখ করা হয়েছে। মেলিসা ডিরোসার বিরুদ্ধে অভিযোগ, তিনি গভর্নর কৌম-এর নানা কীর্তিকলাপ ঢাকা দেয়ার চেষ্টা করেছেন।
গভর্নরের বিরুদ্ধে অভিযোগ এনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ আছে যে, ১১ নারীকে গভর্নর স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন, চুমু খেয়েছেন এবং উদ্দেশ্যমুলকভাবে নানা মন্তব্য করেছেন। এর জেরে স্থানীয় প্রসিকিউটরের মাধ্যমে তার বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু হয়েছে।
যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠায় ইতোমধ্যে গভর্নর কৌমকে পদত্যাগ করতে বলা হয়েছে। নতুবা তাকে অভিশংসনের মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত, অভিযোগ উঠার প্রেক্ষিতে গভর্নর কৌম-এর পদত্যাগ চেয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।