
লালমনিরহাট প্রতিনিধি : মোটরসাইকেলে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই ভাই। ছাগলসহ হাতেনাতে আটক করে তাদের পুলিশে হাতে তুলে দেয়া হয়েছে। শনিবার (২১ আগস্ট) তাদের পুলিশে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম।আজ রবিবার তাদের আদালতে হািজির করা হবে।
ছাগলসহ ধরা পড়া দুই ভাই কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকার মৃত. মোজাম্মেল হকের ছেলে মো. মোশারফ হোসেন পবন (৩৯) ও মো. ইকবাল হোসেন স্বপন (৩৪)।
ওসি সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেলযোগে লালমনিরহাট থেকে নিজবাড়ি কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ ও ইকবাল। এ সময় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্বপ্রান্ত থেকে একটি ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। এসময় ছাগল মালিক আমিনুর রহমানের চিৎকারে স্থানীয়রা তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে হাসিমের তেল পাম্প এলাকায় তাদের আটকানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের আটক করে ছাগল ও মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, ইতোমধ্যে এ ঘটনায় একটি চুরি মামলা হয়েছে। গ্রেফতার দুই সহোদরকে আজ রবিবার (২২ আগস্ট) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালতে উপস্থিত করা হবে।