মিরর স্পোর্টস : জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় দাপিয়ে বেড়ালেও, বার্সেলোনায় খেলা এখনও নিশ্চিত নয় লিওনেল মেসির। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। গত বুধবারের পর বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গেছে।
মেসি এখন ‘ফ্রি’। চাইলেই যেকোনো দলেই খেলতে পারেন। মেসির চুক্তি নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ঋণ রয়েছে প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালে শেষ বার সই করেছিলেন মেসি। সেই চুক্তি শেষ হয়েছে বুধবার।
গত মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি লাপোর্তা বলেন, ‘আমি চাই মেসি খুব তাড়াতাড়ি হ্যাঁ বলুক আমাদের। তার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি আমরা। মেসির সই করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা কৃতজ্ঞ যে ও বার্সেলোনায় থাকতে চায়।’