
মিরর স্পোর্টস : ধীরে ধীরে স্বপ্নের মেট্রো রেল প্রকল্প বাস্তবে পরিণত হচ্ছে। বারবার করোনার বাধায় কাজ পিছিয়েছে। তবু প্রথমবারের মতো আজ দেখা গেল মেট্রো রেলের ট্রায়াল রান। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত লাইনে ২৫ কিলোমিটার গতিতে চলল মেট্রো রেল। বাংলাদেশের জন্য এটা অবশ্যই দারুণ এক অর্জন। যা ছুঁয়ে গেছে ক্রিকেটাঙ্গনকেও।
জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল মেট্রোরেলের ছবি পোস্ট করে নিজের ভেরিফায়েড পেইজে লিখেছেন, ‘দেশের এমন উন্নতি দেখতে সবসময়ই অসাধারণ লাগে। অভিনন্দ ঢাকা! অভিনন্দন বাংলাদেশ! ঢাকা মেট্রো রেল…।’ তামিমের বড় ভাইব জাতীয় দলের সাবেক তারকা নাফীস ইকবালও লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ! ঢাকা মেট্রো রেল।’মেট্রো রেলের ট্রায়াল রান শুরু হলেও এখনই সাধারণ মানুষের ট্রেনে ওঠা হচ্ছে না।
এজন্য আগামী ২০২২ সালের আগামী বছর তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মাসেতু, পরে কর্ণফুলী ট্যানেল, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে। ৩১ জুলাই পর্যন্ত কাজের ৬৮শ’ ২৯ শতাংশ অগ্রগতি হয়েছে। উত্তরা থেকে মিরপুর পর্যন্ত কাজের অগ্রগতি ৮৮ শতাংশ।