
মিরর স্পোর্টস : ঘরের মাঠে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে নাকাল করেছে বাংলাদেশ। সিরিজে টাইগার দলের সেরা পারফরমার ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দারুণ খেলে সিরিজসেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার র্যাংকিংয়েও বড় সুখবর পেলেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে আবারও টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার হয়েছেন তিনি।
এদিকে সিরিজে দারুণ বোলিং করে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ২০ ধাপ এগিয়ে চলে এসেছেন সেরা দশে (১০ নম্বর)।
সাকিব দীর্ঘদিন পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন। সর্বশেষ তিনি এক নম্বর ছিলেন সেই ২০১৭ সালের অক্টোবরে। ব্যাটিংয়েও তিন ধাপ এগিয়েছেন সাকিব। এসেছেন ৫৩ নম্বরে। আর টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ছয় ধাপ এগিয়ে এখন ১২তম অবস্থানে এই অলরাউন্ডার।
এদিকে ব্যাটিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এখন তিনি আছেন ৩৩তম অবস্থানে। মাত্র এক ম্যাচ খেলে বোলিং র্যাংকিংয়ে বিশাল উন্নতি হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের। ২৬ ধাপ এগিয়ে ৪৩তম অবস্থানে চলে এসেছেন ডানহাতি এই পেসার। পুরো সিরিজেই দারুণ বোলিং করা নাসুম আহমেদও বড় লাফ দিয়েছেন। ১০৩ ধাপ এগিয়ে ৬৬তম অবস্থানে এসেছেন বাঁহাতি এই স্পিনার।