
মিরর ডেস্ক : ডেনমার্কের নাগরিকদের গণপরিবহন ব্যবহারের সময় আর মাস্ক পরতে হবে না। শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে নরডিক দেশটি করোনার সর্বশেষ বাধ্যতামূলক বিধিনিষেধটি প্রত্যাহার করে নিলো।
যোগাযোগমন্ত্রী বেনি এঞ্জেলব্রেখট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন এমন পরিস্থিতিতে রয়েছি…যেখানে জনগোষ্ঠীর বৃহৎ অংশ টিকা পেয়েছে এবং আমরা আরও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি।’ তিনি বলেন, ‘আমরা বাস, ট্রেন ও মেট্রোতে মাস্ককে বিদায় বলতে পারব।’
গত বুধবার ৫৮ লাখ মানুষের দেশ ডেনমার্কে সামাজিক দূরত্ববিধি শিথিল করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে টিকার দুই ডোজ শেষ করেছে।
জাতীয় স্বাস্থ্য সংস্থার উপ-পরিচালক হেলেন বিলস্টাড প্রোবস্ট বলেছেন, ‘সমাজে সংক্রমণের ওপর আমাদের এখন ভালো নিয়ন্ত্রণ রয়েছে। তাই আমরা প্রতিরোধের সুপারিশগুলোকে এমনভাবে খাপ খাইয়ে নিতে পারর, যাতে মানুষ প্রতিরোধের নীতির প্রতি শ্রদ্ধা রেখে একটি স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরতে পারে।’