
মিরর স্পোর্টস : তার দেশ ছাড়া নিয়ে নানা গুঞ্জন ছিল। প্রথমে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচের পরই যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব আল হাসান। পরে শোনা গেল- নাহ, টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে নয়, একবোরে শেষ করেই যাবেন তারকা এই অলরাউন্ডার। তবে কবে যাবেন, তা নিয়েই ছিল খানিক ধোঁয়াশা।
অবশেষে গতকাল (বুধবার) সন্ধ্যায় মিলেছে খবর, মধ্যরাতে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে চলে যাচ্ছেন সাকিব। সে খবরই সত্য। রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় যিনি সশরীরে বিমানবন্দরে উপস্থিত থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পাদনে সাহায্য করেন, সেই ওয়াসিম খান আজ সকালে নিশ্চিত করেছেন- সাকিব গতকাল মধ্যরাতে ১টার ফ্লাইটে চলে গেছেন।
প্রসঙ্গত, ৯ আগস্ট অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দুই সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এদিকে আগামী ২৪ আগস্ট আসবে নিউজিল্যান্ড। ঠিক সেদিন থেকেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, ২৪ আগস্ট বা তার আগের দিন দেশে ফেরত আসবেন সাকিব।