
মিরর ডেস্ক : ফ্রান্সে ভারত সরকারের বিপুল সম্পত্তির দখল নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক তেল-গ্যাস কোম্পানি কেয়ার্ন এনার্জি। ভারতের কাছ থেকে বকেয়া অর্থ না পেয়ে ফরাসি আদালতের নির্দেশে এসব সম্পত্তি দখল করেছে প্রতিষ্ঠানটি। বিবিসির খবর অনুসারে, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে ২০টি ভারতীয় সম্পত্তির দখল নিয়েছে কেয়ার্ন। এছাড়া এয়ার ইন্ডিয়ার দখল নিতে যুক্তরাষ্ট্রেও মামলা করেছে তারা, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ভারত সরকারের সম্পত্তির হদিশ করছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি।
কেয়ার্ন এনার্জি বিবিসিকে জানিয়েছে, ভারত সরকার তাদের ওপর অন্যায়ভাবে বাড়তি কর চাপিয়ে দিয়েছিল, এ নিয়ে দু’পক্ষই দ্য হেগ-এর আন্তর্জাতিক সালিশি আদালতে যায়। সেখানকার রায় কেয়ার্নের পক্ষে গেছে। এজন্যই তারা বকেয়া আদায়ের কাজ শুরু করেছে।
জানা যায়, ভারত সরকার আর কেয়ার্নের এই দ্বন্দ্বের শুরু বেশ কয়েক বছর আগে। কেয়ার্নের ওপর ভারত সরকারের কর আরোপ নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। একপর্যায়ে তা আন্তর্জাতিক আদালত পর্যন্ত পৌঁছায়। সেখানে বলা হয়, ভারত সরকার কর আরোপের মাধ্যমে ২০১৪ সালের যুক্তরাজ্য-ভারত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি লঙ্ঘন করেছে।
কেয়ার্ন জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক সালিশি আদালত তাদের পক্ষে রায় দিয়ে বলেছে, ভারত সরকারকে ১৭০ কোটি ডলার ফিরিয়ে দিতে হবে। সঙ্গে সুদ দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
ওই রায় কার্যকর করতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের আদালতে আবেদন করে কেয়ার্ন। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফরাসি আদালত প্যারিসে ভারতীয় সম্পত্তিগুলো দখল করতে অনুমোদন দেয়।
জানা গেছে, এসব সম্পত্তির বেশিরভাগই আবাসিক বাড়িঘর, প্যারিসে যার মোট বাজারমূল্য অন্তত ২০ মিলিয়ন ইউরো। আর ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৭৭ কোটি রুপিরও বেশি।
কেয়ার্ন এনার্জির ডিরেক্টর, গ্রুপ করপোরেট অ্যাফেয়ার্স ডেভিড নিসবেট বলেছেন, সালিশি আদালতের রায়ের পরে সাড়ে ছয় মাস কেটে গেলেও ভারত বকেয়া মেটায়নি। এ জন্যই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে ভারত সরকার বলছে, তারা ফরাসি আদালতের কাছ থেকে এ ধরনের কোনো নির্দেশনা পায়নি। এক বিবৃতিতে ভারতের অর্থ মন্ত্রণালয় বলেছে, ফ্রান্সের আদালত থেকে এ ব্যাপারে কোনো নির্দেশ বা চিঠি আমরা পাইনি। আর আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ের বিরুদ্ধে গত ২২ মার্চ আপিল করেছে ভারত। এ বিষয়ে তারা যথোপযুক্ত আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি বাংলা, হিন্দুস্তান টাইমস