
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ-ভারতের মধ্যে সম্প্রতি চালু হওয়া নতুন রেল লিঙ্ক চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে ভারত থেকে আরও ১৯ ওয়াগন পাথর এলো নীলফামারীর চিলাহাটিতে। বৃহস্পতিবার দুপুর ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় পাথরের ওয়াগনগুলো। প্রতিটি ওয়াগনে গড়ে ৫৯ মেট্রিক টন করে মোট এক হাজার ১শ’ ২২ মেট্রিক টন পাথর রয়েছে।
চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক বলেন, সর্বপ্রথম গত ১ আগস্ট ভারত থেকে ৪০টি ওয়াগনে দুই হাজার ২শ’ ৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে চিলাহাটি আসে একটি পণ্যবাহী ট্রেন। সেটি যশোরের নওয়াপাড়ায় পাঠানো হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় যে পাথর এসেছে তা যাবে সৈয়দপুরে।
আগামী ৭ আগস্ট ভারত থেকে আরও ৪০ ওয়াগন পাথর আসার কথা রয়েছে। এরপর এই রুট দিয়ে চাল, গম ও ভুট্টাও আমদানি করা হবে বলে জানান তিনি।
দীর্ঘ প্রায় ৫৬ বছর পর ভারতীয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের হলদিবাড়ি ও নিউ জলপাইগুড়ির সঙ্গে বাংলাদেশের চিলাহাটির রেললাইন সংযোগ স্থাপিত হয়। ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে চিলাহাটি (বাংলাদেশ) এবং হলদিবাড়ি (ভারত) রেল সংযোগটি উদ্বোধন করেন। ভারত ও বাংলাদেশের মধ্যকার পঞ্চম রেল সংযোগ হিসেবে এই রুটটি পুনরায় চালু হয়।