
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের সামনে রবিবার সকালে চাকুরীর দাবীতে ঘন্টাব্যপি মানববন্ধন ও বিক্ষোভ করেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি নামে একটি সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে ২ শতাধিক শ্রমিক নিয়ে চাকুরীর দাবীতে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ২০১৭ সাল থেকে আমরা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর দাবীতে ন্যায়সংঙ্গত আন্দোলন করে আসছি। ১শ’ ৫৩ জন শ্রমিকের মধ্যে ২০ জন শ্রমিককে কর্তৃপক্ষ নিয়োগ দিলেও বাকি ১শ’ ২৩ জন শ্রমিককে এখন পর্যন্ত নিয়োগ না দিয়ে তাল বাহানা করছে। উল্টো আমাদের বিরুদ্ধে ৩-৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কতিপয় কর্মকর্তা বারবার কিছু শ্রমিককে নিয়োগ দিচ্ছে। আমরা পরিবার পরিজন নিয়ে ২০১৭ থেকে বর্তমান পর্যন্ত কষ্টে জীবনযাপন করছি। আগামী ২৯ আগষ্টের মধ্যে আমাদের ন্যায্য দাবী মেনে না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এ ব্যাপারে কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী সরকার বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কি পয়েন্ট ইন্সটেলশন (কেপিআই) এলাকার আশেপাশে কোন প্রকার মিছিল, মিটিং, সমাবেশ বা মানববন্ধনে নিরাপত্তা বিঘ্নিত করে। এখানে কোন রকম আন্দোলন করার যৌত্তিকতা নেই। আজকে যে মানববন্ধন হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না বলে তিনি দাবী করেন।