
India bowler Jasprit Bumrah celebrate the wicket of New Zealand's BJ Watling on day two of the second Test cricket match between New Zealand and India at the Hagley Oval in Christchurch on March 1, 2020. (Photo by PETER PARKS / AFP)
মিরর স্পোর্টস : জশপ্রিত বুমরা আর মোহাম্মদ সামির বোলিংয়ে ঠিকঠাক দাড়াতে পারেনি স্বাগতিক ইংলিশরা। প্রথম দিনে শেষ সেশন পর্যন্ত ব্যাট করতে পারলেও ১৮৩ রানেই গুড়িয়ে যায় রুট-বেয়ারস্টোরা।
বুমরা-শামির তোপে পরে দেড়শো ছাড়ানোর আগেই হারায় ৬ উইকেট। ১৫৫ রানে দলীয় সর্বোচ্চ ৬৪ রানে অধিনায়ক রুট ফিরলে আর বেশি এগোতে পারেনি ইংলিশরা।শেষের দিকে স্যাম কারানের অপরাজিত ২৭ রানে ১৮৩ রান জমা করতে পারে স্বাগতিকরা। সফরকারীদের হয়ে ৪৬ রান দিয়ে ৪ উেইকেট তুলে নেন বুমরা। ৩ উিইকেট নেন মোহাম্মদ শামি। মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর নেন যথাক্রমে ১ ও ২টি উইকেট।
দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ২১ রান তুলে নেন ভারতীয় ওপেনাররা। রোহিত শর্মা ৯ রান ও কেএল রাহুল ৯ রানে অপরাজিত আছে।