
অর্থনীতি রিপোর্ট : তিন দিন সূচকের উত্থান আর একদিন পতনের মধ্য দিয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাস মিলে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে (২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর) সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে নতুন করে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে ছয় হাজার কোটি টাকা। এর আগের সপ্তাহে বেড়েছে ছিল প্রায় আট হাজার কোটি টাকা।
পুঁজি বাড়লেও সরকারি ছুটি থাকায় একদিন লেনদেন কম হয়েছে। এ কারণে আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪ হাজার কোটি টাকা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহের মোট চার দিন লেনদেনের মধ্যে প্রথম দিন রোববার (২৯ আগস্ট) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হয়। এরপর জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। এরপর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মোট তিন দিন পুঁজিবাজারে লেনদেন হয়েছে। আর এ তিনদিনই সূচকের উত্থান হয়েছে। এতে আলোচিত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ১২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯শ’৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫শ’৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪শ’ ৯৬ পয়েন্ট দাঁড়িয়েছে। এই দুটি সূচকও অতীতের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁয়েছে।
বেশিরভাগ কোম্পানির শেয়ার ও সূচক বাড়ায় নতুন করে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন অর্থাৎ, বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ৬ হাজার ২শ’ ৬ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ৭শ’ ৬৩ টাকা। শুধু তাই নয়, বাজার মূলধনের অতীতের সব রেকর্ড ভেঙে এখন ৫ লাখ ৬৩ হাজার ৭শ’ ১৫ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৫শ’৩৮ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৫৭ হাজার ৫শ’ ৯ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৭শ’৭৫ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে চার দিনে মোট ৮ হাজার ২শ’৩৪ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫শ’৮৭ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮শ’৬৬ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৪ হাজার ১শ’৫ কোটি ৫৪ লাখ হাজার ৫শ’১৮ টাকা। যা শতাংশের হিসেবে ৩১ দশমিক ৪৮ শতাংশ।
গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২ হাজার ৬শ’৮ কোটি টাকা। তার আগের সপ্তাহের গড় লেনদেন ছিল ২ হাজার ৬শ’৮ কোটি টাকা। অর্থাৎ গড় লেনদেন কিছুটা বেড়েছে।
এ সময়ে ডিএসইতে ৩শ’৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২শ’৪৭টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ১শ’৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩শ’৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২শ’১৮টি শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ১শ’৩৯টির আর অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৩শ’৪১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৪শ’৫৮ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫শ’৫ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৬৬ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে। তাতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৩হাজার ৯শ’৮৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩শ’২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।