
নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া ভিটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ভিটাপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আব্দুর সাত্তার (৬৫) ও একই গ্রামের সাঈদ আলীর ছেলে মকবুল হোসেন (২২)। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় ইউপি সদস্য আয়ূব আলী জানান, দুপুরে মামা-ভাগ্নে বাড়ীর উঠোনে দাড়িয়ে গল্প করছিল। এসময় রান্না ঘরের সাথে টানানো সংযোগ তারের সাথে স্পৃষ্ট হলে মামা-ভাগ্নে দু’জনই আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।