
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জিতেন রায় (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্তকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ।
অভিযোগে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে প্রায়ই নানা কু –প্রস্তাব দিত জিতেন। এ অবস্থায় বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বেশ কয়েকবার জিতেন ধর্ষণ করে তরুনীকে। ধর্ষণের বিষয়টি তরুণীর পরিবার জানতে পেরে জিতেনকে জিজ্ঞাসাবাদ বলে, তিনি তরুণীর মাকে হত্যার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট বিকেল ৫টায় ভুক্তভোগীর মায়ের অনুপস্থিতিতে বাড়িতে একা পেয়ে আবারও ধর্ষণ করে সেই তরুনীকে। পরে মায়ের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় জিতেন।
এ বিষয়ে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেফতার শেষে আদালতে পাঠানো হয়েছে। এবং ভিকটিমকে ফরেনসিক রির্পোটের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।