
মিরর স্পোর্টস : লিটন দাসের সেঞ্চুরির পর বল হাতে রুদ্ররূপে হাজির হলেন সাকিব আল হাসান। এই দুই টাইগারের ঝলকে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ অভিনন্দন বার্তার কথা জানান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচের সিরিজটি শুরু করলো বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন লিটন দাস। বল হাতে পাঁচটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।