
ঢাকা : রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে এক জনকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাব হেড কোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এন এম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
সিনিয়র সহকারী পরিচালক জানান, মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়ি থেকে একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছে। র্যাবের অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।
এর আগে বৃহস্পতিবার ভোর থেকে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে র্যাব।