
চিররবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পল্লীতে বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে মিঠু (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিঠু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত মিঠুর মা জানান, মিঠু অনেকদিন ধরে মোবাইলে কি যেন নাকি খেলে। বাসায় গভীর রাত পর্যন্ত মোবাইল টিপাটিপি করত। অনেকবার বাধা দেয়ার পরও কথা শোনেনি।
স্থানীয়রা জানান, মিঠু অনেকদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত। প্রায় সময়েই বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই গেম খেলতেন এবং অধিকাংশ সময় হারতেন। এ জন্য প্রায়ই তার মন খারাপ থাকত। ধারনা করা হচ্ছে একই কারণে রবিবার ভোরে নিজ শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।