
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে নাদিয়া ও সাদিয়া (৪) নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের টিলাটিয়া গ্রামের কৃষক সাদেকুল ইসলামের মেয়ে।
সোমবার (২ আগস্ট) বিকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের টিলাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুপুরের দিকে দুই বোন খেলা করছিল। কিছুক্ষণ পরই তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। অনেক খোঁজা-খুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভেসে উঠতে দেখে। পরে দুই বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’