
রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর মডার্ন মোড় ধর্মদাস এলাকায় মাছবাহী পিকআপের চাপায় ইজিবাইকের চালক কামাল হোসেনসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করলে দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো। যদিও পুলিশের হস্তক্ষেপে পরে আবার চালু হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরী থেকে একটি ইজিবাইক মিঠাপুকুর যাচ্ছিলো। মডার্ন মোড় ধর্মদাস এলাকায় পৌঁছালে মাছবাহী পিকআপটি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরেকজন মারা যান। তার নাম জানা যায়নি। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সবুজ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।