
মিরর ডেস্ক : বৈশ্বিক পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে এখন ১০৬ নম্বর অবস্থানে। দুই মাস আগেও বাংলাদেশের অবস্থান ছিল ১০০-তে।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত পাসপোর্ট সূচকে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২শ’ ২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।
দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান।
বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি। চলতি বছরের জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এপ্রিলে এক ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশের পাসপোর্ট। কিন্তু জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে গেল।
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি হিসেবে জাপান তৃতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে। জাপানের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১শ’ ৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর।