
মিরর ডেস্ক : নকল কোভিশিল্ড ভ্যাকসিন শনাক্তের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত ও আফ্রিকায় জুলাই ও আগস্ট মাসে কর্তৃপক্ষ এই ভুয়া ভ্যাকসিন জব্দ করে। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে বলা হয়েছে, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া নিশ্চিত করেছে যে জব্দ করা ভ্যাকসিনগুলো নকল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাবধান করে জানিয়েছে, এ ধরণের ভ্যাকসিন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। দ্রুত এই ভ্যাকসিনগুলো ছড়িয়ে পরা থামাতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে ভারত সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি।স্থানীয় গণমাধ্যমগুলো যদিও জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখছে।
একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, আমাদের এ ধরণের ঘটনা এড়ানোর জন্য কঠিন নিয়ম রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যাতে কোনো ভারতীয় নকল ভ্যাকসিন না পায়।
কোভিশিল্ড ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এখন পর্যন্ত ভারতে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এই ভ্যাকসিন। দেশটিতে এই ভ্যাকসিনের প্রায় ৪শ’ ৮৬ মিলিয়ন ডোজ প্রদান করা হয়েছে।