
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় ধান-চাল সংগ্রহ অভিযানের নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ধান সংগ্রহে লক্ষ্য মাত্রা অর্জিত হওয়ার আশা দেখলেও চাল নিয়ে হতাশা দেখা দিয়েছে। ইতোমধ্যে লক্ষ্য মাত্রা অর্জনে আরও ১৫ দিন সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনে আশা দেখলেও চাল নিয়ে হতাশা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকার নির্ধারিত দামের চাইতে ধানের দাম বাজারে বেশি থাকায় মিলাররা ধান ক্রয় করতে পারছেনা। ফলে সরকারি খাদ্য গুদামে চাল দিতে মিলারদের প্রতি কেজি চালে ৫ থেকে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে।
কাহারোল খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোর মৌসুমে ২৭টাকা কেজি দরে ৭শ’ ৪০ মেট্রিক ধান গত ২৮ মার্চ সংগ্রহ অভিযান শুরু হয়। গত শনিবার পর্যন্ত ৭শ’ ৪০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। ১শ’ ৮ মিলারের সঙ্গে চুক্তি অনুযায়ী এক হাজার ৫শ’ ৭৭ মেট্রিক টন চাল মিলাররা সরকারি খাদ্য গুদামে চাল দিয়েছে। গত শনিবার কাহারোল হাটে প্রকার ভেদে প্রতি মণ ধান বিক্রি হয়েছে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ১শ’ ৫০ টাকা।
কাহারোল উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, এখনি বর্তমান বাজারে চালের দাম কিছুটা কমে যাওয়ায় হয়তো নির্ধারিত সময়ের মধ্যে চালের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
খাদ্য গুদামে চাল সংরক্ষণের সময় নির্ধারিত ছিল ১৫ আগস্ট পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়েও চালের লক্ষ্যমাত্রা পূরন না হওয়ায় চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছে সংশ্লিষ্টরা।