
মিরর ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ টিকা। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কোভ্যাক্সের সহায়তায় আসা এসব টিকা বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত এইচ আর মিলারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ মে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬শ’ ২০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। আর সর্বশেষ সোমবার রাতে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।