
সমশের আলী, ঢাকা : দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার ৭শ’ ২০ ডোজ। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৯শ’ ২৮ ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫শ’ ৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪ লাখ ২৮ হাজার ৩শ’ ৪৫ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ হাজার ৩শ’ ৯৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৬শ’ ১৫ ডোজ। পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৮শ’ ৬৩ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৮৯ হাজার ২শ’ ৯৯ ডোজ।
এছাড়া ৭৫ লাখ ১৯ হাজার ৫শ’ ৪৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৪শ’ ৭৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৩শ’ ৭৫ জন। মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ২ হাজার ৪শ’ ৭০ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৪শ’ ৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৩শ’ ৯৯ জনকে। এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪শ’ ৯২ জন।