স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২শ’ ৪ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১শ’ ৩৮ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৪শ’ ৯৪ জন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় ৪শ’ ৬৪টি নমুনা পরীক্ষা করে ১শ’ ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ৬১ জন, বিরলে তিন জন, বিরামপুরে চার জন, বীরগঞ্জে ১০ জন, বোচাগঞ্জে ছয়জন, কাহারোলে একজন, খানসামায় ১৫ জন, ফুলবাড়ীতে ১৯ জন, ঘোড়াঘাটে এক, নবাবগঞ্জে চারজন ও পার্বতীপুর উপজেলায় আট জন করোনা পজিটিভ হয়েছেন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৯ দশমিক ৭৪।
দিনাজপুর জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪শ’ ৯৪ জন। এর মধ্যে সদর-৫ হাজার, ৯শ’ ৮০ জন, বিরল-৬শ’ ৩১ জন, বিরামপুর-৫শ’ ৪৮ জন, বীরগঞ্জ-২শ’ ৯৫ জন, বোঁচাগঞ্জ-৩শ’ ৭৪ জন, চিরিরবন্দর-৩শ’ ৬৬ জন, ফুলবাড়ী-৪শ’ ৭১ জন, ঘোড়াঘাট-১শ’ জন, হাকিমপুর-২শ’ ৬১ জন, কাহারোল-২শ’ ৪৯ জন, খানাসামা-১শ’ ৮৫ জন, নবাবগঞ্জ-২শ’ ৮১ জন ও পার্বতীপুর-৭শ’ ৪৯ জন। গত ২৪ ঘন্টায় ১শ’ ৭৯ জন রোগী সুস্থ হয়েছেন। দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৮ হাজার ১শ’ ৬৬ জন।