স্টাফ রিপোর্টার, দিনাজপুর : সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। এ সময় দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১শ’ ৯২ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১শ’ ৪২ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ১শ’ ৩৯ জন।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, দিনাজপুরে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গেল ২৪ ঘণ্টায় ৪শ’ ৭৭টি নমুনা পরীক্ষা করে ১শ’ ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১শ’ ২৪ জন, বিরলে পাঁচজন, বিরামপুরে একজন, বীরগঞ্জে পাঁচজন, বোচাগঞ্জে একজন, চিরিরবন্দরে পাঁচজন এবং কাহারোলে একজন আক্রান্ত হয়েছেন। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দু’জন। সদর উপজেলায় একজন ও বীরগঞ্জে একজন মারা গেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪শ’ ৬৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৬ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, দিনাজপুর জেলায় বর্তমানে মজুতকৃত অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১ হাজার ২শ’ ৮৫টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি ও অক্সিজেন কনসেনট্রেটর ২৮টি।