
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলা পল্লীতে মাদকসেবনের অভিযোগে নয় জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটককৃতদের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
দন্ডপ্রাপ্তরা হলো, সাগর হোসেন (২৫), আবু সাঈদ (৩৫), রিপন (৩৮), মনিরুল (৩৬), সুমন কুমার (২৯), লালু (২৫), টিটু (৩৮), কোরবান আলী (৩৮) ও নজরুল ইসলাম (২৭)।
এ সময় মোহাম্মদ নুর এ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় এই ছয় জন আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে আটককৃত প্রত্যককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।