
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম মিন্টু চৌধুরী (৪৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদর উপজেলার কৃষাণবাজার এলাকায় চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আব্দুর রহিম চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত মান্নান চৌধুরীর ছেলে।
চিরিরবন্দরের সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান মো. মোকারম হোসেন শাহ জানান, বৃহস্পতিবার সকালে আব্দুর রহিম মিন্টু চৌধুরী মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে যাওয়ায় পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মিন্টু করোনা ভাইরাসের কারনে গত ৯ মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেন।