
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী রায়হান ইসলাম বাবু (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় চিরিরবন্দর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরের গার্মেন্টস বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় দিকে রায়হান ইসলাম বাবু বাড়ি থেকে গার্মেন্টস বাজারস্থ পেট্রোল পাম্পে তেল কেনার জন্য বাইসাইকেলযোগে যাওয়ার পথে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মুত্য হয়।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।