
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে বিশেষ অভিযান চালিয়ে শাহিনুর রহমান (৩০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার লোহাচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিনুর রহমান হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
বুধবার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টিম বুধবার সকালে উপজেলার লোহাচড়া এলাকায় অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেফতার করে। তিনি বিশেষ ট্রাইবুনাল মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো চার মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত।
ওসি আরও জানান, শাহিনুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।