
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে সজিব রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, শুটার গান, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোমিনুল করিম।
এর আগে বুধবার রাত ৯টায় পার্বতীপুর থানা পুলিশ মোস্তফাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সজিব একই উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
ব্রিফিংয়ে মোমিনুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি টহল দল রামচন্দ্রপুর এলাকায় মতিনের লিচু বাগানে অভিযান চালায়। এ সময় সজিবকে আটক করে তার মোটর সাইকেলে থাকা শপিংব্যাগ তল্লাশি করা হলে, একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লোহার তৈরি দেশীয় শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। তিনি আরও জানান, সজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।