
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নামক এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকার লিয়াকতের স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) এবং ছেলে মোহাব্বত আলী (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন ওই সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব।
তিনি জানান, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকায় অভিযান চালায়। এ সময় হেরোইন ও ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ একই পরিবারের মা-মেয়ে ও ছেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।