
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনা সংক্রমণ ঠেকাতে ‘কঠোর লকডাউন’-এর ৫ম দিনে দিনাজপুর শহরে দোকানপাট বন্ধ থাকলেও শহরের অলিগলিতে কিছু কিছু দোকান খোলা দেখা যায়। দিনাজপুরে গণপরিবহন না চললেও গত কয়েকদিনের তুলনায় সোমবার বেশি অটোরিক্সা, ভ্যান বিভিন্ন সড়কে চলেছে। জনসাধারনের চলাচলও বেড়েছে গত কয়েকদিনের তুলনায়।
এদিকে সোমবার বিধিনিষেধ অমান্য করার দায়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পল্লীতে ৩জন মোটরসাইকেল আরোহীসহ ৯ জনকে ১৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম। একইসাথে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১৪ জনকে ২ হাজার ৭শ’ টাকা, ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও ২ মাদকসেবীকে ৬ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা ও কারাদন্ড প্রদান করেন।
অন্যদিকে, গত ৫ দিনে পার্বতীপুরে ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, মাস্ক না পরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত ৮১টি মামলায় ৪৫ হাজার ৯শ’ ৫০ টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। করোনা সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।