
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে মামলায় ফরিদুল ইমলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
বুধবার বিকালে পুলিশ তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করলে, বিচারক তা না মঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণ করেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে দিনাজপুর শহরের কাঞ্চনব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদুল ইসলাম দিনাজপুর শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, গত ৬ আগস্ট ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তরুণী অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি দিনাজপুরের সিটিপার্কে ফরিদুল তাকে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় ফরিদুল গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এরপর থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে একাধিকবার বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওসি আরও জানান, বুধবার বিকেলে আসামিকে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে, বিচারক তাকে কারাগারে পাঠান। এবং ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।