বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ‘এগ্রোভেট’ নামের একটি ওষুধ কোম্পানির বিরামপুর প্রতিনিধি ছিলেন। সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুর রহমান বগুড়া জেলার সারিয়া কান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
পরিবারের বরাত দিয়ে প্রতিবেশি তরিকুল ইসলাম জানান, মাহাবুর রহমান বিরামপুর ঈদগাহ আবাসিক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবার করছিলেন। ‘সকালে মোটরসাইকেল নিয়ে ওষুধ কোম্পানির কাজে ফুলবাড়ি যাচ্ছিলেন। পথেই জয়নগর এলাকার দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন তাকে ধাক্কা দিলে, গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া সময় পথেই তার মৃত্যু হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যেল অফিসার ডাক্তার মোহাম্মদ আল-মাহমুদ শোভন বলেন, ‘আহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছিল প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু জানতে পারি, হাসপাতালে পৌছানোর আগে রাস্তার মাহাবুরের মৃত্যু হয়।